Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

কুমারখালী,কুষ্টিয়া।

 

প্রযুক্তি হস্তান্তরঃ   

#  আধুনিক কৃষি প্রযুক্তিসমুহ কৃষকদের নিকট হস্তান্তর ।

# প্রদর্শণী প্লট স্থাপন, মাঠ দিবস উদযাপন, কৃষক র‌্যালী, কৃষি মেলা, মটিভেশনাল ট্যুর ইত্যাদির

মাধ্যমে প্রযুক্তি সমূহ সম্প্রসারণ।

মান সম্মত বীজ উৎপাদনে সহায়তা করা

# প্রগতিশীল চাষীদের মাধ্যমে উন্নতমানের বীজ প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান , উৎপাদিত বীজ সঠিকভাবে সংরণ এবং অন্যান্য চাষীদের মাঝে

বিতরণের ব্যবসা করা।

কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তাঃ

# সরকারী ও বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান ।

# কৃষি ঋণ প্রাপ্তির অনুকুলে ফসল উৎপাদন পরিকল্পনা প্রণয়ণে সহায়তা প্রদান ।

# ঋণ বিষয়ক সুবিধাদি এবং প্রযোজ্য সুদের হার বিষয়ে কৃষকদের অবহিত করা ।

কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তাঃ

# কৃষি বিষয়ক যে কোন তথ্য , পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং জনগণের মধ্যে পৌঁছানো ।

সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদানঃ

# কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারী , বেসরকারী ও গবেষণা সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান

কৃষি পণ্য বিপনণে সহায়তা করাঃ

# কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাতকরনে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা প্রদান ।

প্রশিক্ষণ প্রদানঃ

# কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান

কৃষি পূনর্বাসনে সহায়তাঃ

# বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে ক্ষতি পুষিয়ে দেয়ার লক্ষ্যে কৃষি উপকরণ সহায়তা প্রদান ।

# প্রাকৃতিক দূর্যোগে ফসলের  ক্ষয়ক্ষতি  নিরুপন করা ।

কৃষিতে ভর্তুকি ও উৎপাদনে সহায়তা প্রদানঃ

# কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণাদি কৃষকের ক্রয় মতার মধ্যে রাখার জন্য এবং উৎপাদন খরচ


 কমানোর জন্য বিভিন্ন সময় সরকারের দেয়া ভর্তুকি উপকরণাদি কৃষকদের মধ্যে বিতরণ ।

সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগঃ

# প্রতিটি ইউনিয়নে এক জন বিসিঅইসি সারের ডিলার ও প্রতি ওয়ার্ডে এক জন খুচরা সার  বিক্রেতা নিয়োগের ব্যবসা করা ।

বালাইনাশক বিক্রেতার লাইসেন্স প্রদানঃ

# বালাইনাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান ।

# বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রণ ।

নার্সারী রেজিষ্ট্রেশন 

# নার্সারী ব্যবসায়ীদের রেজিষ্ট্রেশন প্রদান ।

 

সার ও বালাইনাশক মনিটরিং

# সারের আগমণী বার্তা প্রাপ্তি পর বিধি মোতাবেক বিক্রয়ের অনুমতি প্রদান ।

# সার উত্তোলন, মজুদ ও সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ ও মনিটরিং ।

# সার ও বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রণ ।

# ভেজাল সার ও বালাইনাশকের নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে প্রেরণপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ

লিফ কালার চার্ট ব্যবহারঃ

# লিফ কালার চার্ট ব্যবহার করে ধান ফসলে সঠিক মাত্রায় ইউরিয়া সারের ব্যবহার বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান ।

গুটি ইউরিয়া ব্যবহারঃ

# গুটি ইউরিয়া প্রয়োগ করে ধান ফসলে ইউরিয়া সার সাশ্রয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান

মাটির স্বাস্থ্য সংরক্ষণঃ

# মাটির স্বাস্থ্য সুরায় সুষম সার প্রয়োগ, জৈব সার প্রয়োগ ও শস্য পর্যায় বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান ও সহায়তা করা ।

# মিনি মাটি পরীক্ষাগারের মাধ্যমে ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট এর পরীক্ষাগার ও ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে কৃষকের মাটি পরীক্ষাপূর্বক ফসলভিত্তিক সারের মাত্রা নির্ধারণ করে সার প্রয়োগের সুপারিশ প্রদান ।

# উপজেলা নির্দেশিকা ও ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড অনুসারে কৃষকদের সার সুপারিশ প্রদান করা ।

# শস্য পর্যায় ভিত্তিক ফসল আবাদ পরিকল্পনা প্রণয়ণে সহায়তা প্রদান ।

# জৈব কম্পোষ্ট, ভার্মি কম্পোষ্ট, খামারজাত সার প্রস্ত্ত'ত ও ব্যবহারে কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান ।

সমন্বিত বালাই ব্যবস্থাপনাঃ

# আইপিএম ও আইসিএম কাবের মাধ্যমে পরিবেশ সম্মত উপায়ে ফসলের রোগ ও পোকামাকড় দমনে কার্যকরী প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান ।

# ফসলের বালাই নিয়ন্ত্রণের সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রমের প্রযুক্তি প্রয়োগে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান ।

# পোকা মাকড় ও রোগবালাই এর অতন্দ্র জরীপ করা ও পূর্বভাস প্রদান।

সেচ ব্যবস্থাপনাঃ

# সেচ ব্যবস্থাপনা প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান ।

# সেচ কাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা ।

# পানি প্রয়োগে এডবিস্নউডি প্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে পরামর্শ প্রদান ।

বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষঃ

# কৃষক/কৃষাণীদের বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান ।

# পারিবারিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান ।

# সবজি উৎপাদনে পরামর্শ প্রদান

ফলবাগান সৃজন ও ব্যবস্থাপনাঃ

# উন্নত জাতের দেশী ও বিদেশী ফলের বাগান সৃজনে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান ।

# ফলবাগান ব্যবস্থাপনায় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ।

কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্রঃ

# ইউনিয়নের কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্রের মাধ্যমে কৃষকদেরকে পরামর্শ প্রদান ।